নিজস্ব সংবাদদাতা : এবার চাকরি বাতিল নিয়ে সুপ্রিম কোর্টের রায় প্রসঙ্গে কথা বলতে গিয়ে, তমলুকের সাংসদ অভিজিৎ গাঙ্গুলিকে তীব্র কটাক্ষ করলেন, মন্ত্রী ব্রাত্য বসু। তিনি বলেন, ''উনি ওনার পার্ট ভুলে গেছেন। উনি যখন একজন বিচারপতি ছিলেন তখন একজন রাজনীতিবিদের মতো বক্তব্য রাখতেন। আর এখন একজন রাজনীতিবিদ হয়ে বিচারকের মতো বক্তব্য রাখছেন।''
/anm-bengali/media/media_files/COV3DgcGqORH7yBvAhrH.jpg)
যদিও অভিজিৎ গাঙ্গুলি এখনও ওনার এই কটাক্ষের কোনও প্রতিক্রিয়া দেননি।