নিজস্ব সংবাদদাতা : গতকাল বিজেপি যুব মোর্চার দ্বারা আয়োজিত 'কালীঘাট চলো' মিছিলে গ্রেপ্তার করা হয়েছিল, বিজেপির উত্তর কলকাতার জেলা সভাপতি তমোঘ্ন ঘোষকে। আর এবার এই বিষয়কে কেন্দ্র করেই ব্যাপক বিক্ষোভ প্রদর্শন করলো বিজেপি।
/anm-bengali/media/media_files/2bJrwAfpjyhLydU6aEO5.jpg)
আজ সেন্ট্রাল এভিনিউ-এ এই বিক্ষোভ প্রদর্শন করে বিজেপি। বিজেপির এই বিক্ষোভকে প্রতিহত করার সম্পূর্ণ চেষ্টা করে পুলিশ। এরপর বিজেপি কর্মীদের সাথে ধস্তাধস্তি শুরু হয় পুলিশের। এই বিজেপির এই বিক্ষোভের ফলে কার্যত স্তব্দ হয়ে যায় শহরের প্রাণকেন্দ্র।