‘ট্রাম্পের শুল্ক কেউ বুঝতে পারেনি, আগামীদিনে এর প্রভাব মিলবে’: শশী থারুর

'এটি সমস্ত দেশের জন্য নেতিবাচক খবর'।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
sashi tharoor editted .jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: কংগ্রেসের ওয়ার্কিং কমিটির বৈঠক হয়ে গেল সম্প্রতি। এদিন সেই বৈঠক নিয়ে কংগ্রেস সাংসদ শশী থারুর বলেন, “আমরা এখানে কংগ্রেস ওয়ার্কিং কমিটি এবং এআইসিসির বৈঠকের জন্য এসেছি। আমরা দেশের বর্তমান পরিস্থিতি মোকাবিলার কৌশল নিয়ে আলোচনা করব”।

tharoorsashi

মার্কিন শুল্ক সম্পর্কে তিনি বলেন, “আমরা আশা করছি যে আমেরিকার সাথে দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে ভারত স্বস্তি পাবে। এটি সমস্ত দেশের জন্য নেতিবাচক খবর। ট্রাম্পের শুল্ক কেউ বুঝতে পারেনি। আমাদের কেবল এটি সহ্য করতে হবে। কেউ এত খারাপ খবর কল্পনাও করতে পারেনি। ঈশ্বর জানেন সামনে কী অপেক্ষা করছে”।