নিজস্ব সংবাদদাতা: স্বাধীনতা দিবসের ভাষণে এবার সকলকে চমকে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি তার ভাষণে নিজের ৯ বছরের শাসনকালে উন্নয়নের হিসাব দিয়েছেন। তিনি জানিয়েছেন, আগে রাজ্যগুলির উন্নয়নের জন্য প্রত্যেক রাজ্যকে ৩০ লক্ষ কোটি টাকা দেওয়া হত। তার শাসনকালে এই টাকার পরিমান বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ১০০ লক্ষ কোটি টাকা। এছাড়াও স্থানীয় উন্নয়নের ক্ষেত্রে আর্থিক অনুদান ৭০ হাজার কোটি টাকা থেকে বেড়ে ৩ লক্ষ কোটি টাকা হয়েছে বলে জানিয়েছেন তিনি। গরিবদের ঘর তৈরিতে বর্তমানে ৯ লক্ষ কোটি টাকা খরচ হচ্ছে বলে জানিয়েছেন তিনি। তিনি আরও জানিয়েছেন, কৃষকদের জন্য ইউরিয়ায় ভর্তুকি ১০ লক্ষ কোটি টাকা দিচ্ছে সরকার। মুদ্রা যোজনায় বর্তমানে ২০ লক্ষ কোটি টাকা দিচ্ছে সরকার।