নিজস্ব সংবাদদাতা: ফের আর্টিকেল ৩৭০ নিয়ে উত্তপ্ত হয়ে উঠলো ভূ-স্বর্গ। পিডিপি বিধায়ক ওয়াহিদ-উর-রহমান পারা আজ জম্মু-কাশ্মীর বিধানসভায় ৩৭০ অনুচ্ছেদ এবং 35A ধারা বাতিলের নিন্দা জানিয়ে আরেকটি প্রস্তাব উত্থাপন করেন। তাঁর সাথে সাথেই সুর মেলান অনেকে। ফলে আর্টিকেল ৩৭০ পুনরায় বহাল করা হোক এই দাবিতে উত্তাল হয়ে ওঠে পরিস্থিতি। বিজেপি বিধায়করাও বিক্ষোভ দেখাতে শুরু করেন। ফলে পরিস্থিতি সামাল দিতে অধিবেশন মুলতুবি করতে হয়।
এদিন সেই প্রসঙ্গে পিডিপি বিধায়ক বলেন, “গতকালের রেজুলেশন (ন্যাশনাল কনফারেন্সের পক্ষ থেকে সরানো) অস্পষ্ট ছিল। রেজুলেশনটি 370 অনুচ্ছেদ এবং বিশেষ মর্যাদার জন্য সংলাপ পুনরুদ্ধার করতে চেয়েছিল। জনগণের অনুভূতি এবং ক্ষোভের কথা মাথায় রেখে আমরা এর নিন্দা জানিয়েছিলাম। ৫ই আগস্ট ২০১৯ সরানো হয়েছে এবং আমরা অনুচ্ছেদ 370, 35A অনুচ্ছেদ এবং বিশেষ মর্যাদা পুনরুদ্ধার করতে চাইছি। আমরা এই রেজুলেশনটি পেশ করার জন্য ন্যাশনাল কনফারেন্সকে অনুরোধ করছি। উভয় পক্ষই গ্যালারিতে খেলছে। দিল্লি থেকে অমিত মালভিয়া গতকাল রেজুলেশনের প্রশংসা করেছিলেন। আমরা চাই জনগণের অনুভূতি হাউসে প্রতিফলিত হোক”।