নিজস্ব সংবাদদাতা:শিবসেনা (ইউবিটি) নেতা আদিত্য ঠাকরে বলেছেন, "এটি জাতীয় ভোটার দিবস। কিন্তু আপনি কি মনে করেন সব ভোটারের অধিকার পূরণ হচ্ছে? আপনি কি জানেন আপনার ভোট কোথায় যাচ্ছে? যদি আপনার সাহস থাকে, ব্যালট পেপারে নির্বাচন করুন"।
#WATCH | Mumbai: Shiv Sena (UBT) leader Aaditya Thackeray says, "...This is National Voters' Day. But do you think the rights of all voters are being fulfilled? Do you know where is your vote going? If you have courage, conduct elections on ballot paper..." pic.twitter.com/S5GEvZIEmg