নিজস্ব সংবাদদাতা : আজ ইউনিকর্ন কনক্লেভে নিজের বক্তব্য রাখার সময় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জানিয়েছেন, ''এখনও পর্যন্ত প্রায় ৬২ কোটি মানুষ প্রয়াগরাজ মহাকুম্ভ ২০২৫-এ এসেছেন। একটি নির্দিষ্ট সময়ের মধ্যে এত বিশাল সংখ্যক মানুষের সমাগম এই শতাব্দীর অন্যতম একটি বিরল ঘটনা।" এছাড়াও যোগী আদিত্যনাথ আরও উল্লেখ করেন, "ভারতের একটি প্রাচীন ঐতিহ্য হল এই মহাকুম্ভ। যা প্রাচীনকাল থেকেই ভারতের চারটি গুরুত্বপূর্ণ স্থানে আয়োজিত হয়ে থাকে।" মহাকুম্ভ বিশ্বের অন্যতম বৃহত্তম ধর্মীয় সমাবেশ,যা হাজার বছর ধরে পালিত হয়ে আসছে।