নিজস্ব সংবাদদাতা : আজ কর্ণাটক বিধানসভায় ১৮ জন বিজেপি বিধায়ককে ছয় মাসের জন্য সাসপেন্ড করার বিষয়ে, একটি বিল পাস করা হয়েছে। মূলত বিধানসভার কার্যক্রম ব্যাহত করার অভিযোগে এই বিলটি পাস করা হয়েছে।
/anm-bengali/media/media_files/rLWghswW8x9LjVF3cFca.jpg)
আজ কর্ণাটক বিধানসভায় এই বিলটি রাজ্যের আইন ও সংসদীয় বিষয়ক মন্ত্রী এইচ.কে. পাটিল উপস্থাপন করেন। যদিও এরপর, বিরোধী দল বিজেপি এই সাসপেনশনের বিরোধিতা করে, এবং একে গণতন্ত্রের পরিপন্থী পদক্ষেপ বলে আখ্যা দেয়।