দয়ালু ঘাসফুল! ভোটাররা খালিপেটে ফিরবে না, তাই প্রস্তুত মুড়ি-চপ

ভোটকেন্দ্রে ভোটারদের প্রভাবিত করার জন্য মুড়ি ছোলা চপ বিলি করা হচ্ছে।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
ghfvdcs.png

File Picture

নিজস্ব সংবাদদাতা: আরামবাগ লোকসভা কেন্দ্রের অন্তর্গত পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা বিধানসভা। তার পিয়ার ডাঙ্গা ১২০ নম্বর বুথ! এই ভোটকেন্দ্রের অনতিদূরে ভোটারদের জন্য মুড়ি, ছোলা, চপ ব্যবস্থা করেছে তৃণমূল দলের পক্ষ থেকে। মা,মাটি, মানুষের দল বলে কথা! ভোটাররা যাতে খালিপেটে ভোট দিয়ে না ফেরেন, তাই মুড়ি-চপের ব্যবস্থা করেছে দল। আর এখানেই বাঁধলো যত গোল! ভোট দিয়ে বেড়িয়েই ভোটাররা মুড়ির প্যাকেট হাতে নিয়ে, টিফিন খেয়ে হাসিমুখে বাড়ি ফিরছে। আর এখানেই কমিশনের কড়া নজরে পড়ে গেল তৃণমূল।

ভোটকেন্দ্রে ভোটারদের প্রভাবিত করার জন্য মুড়ি ছোলা চপ বিলি করা হচ্ছে। এই অভিযোগ বিরোধীরা জানাতেই, তৎপর হয়ে উঠেছে কমিশন। এই ঘটনায় মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের তরফ থেকে আগামী দু'ঘণ্টার মধ্যে অ্যাকশন‌ টেকেন রিপোর্ট তলব করা হয়েছে। সংশ্লিষ্ট জেলা নির্বাচনী আধিকারিকের কাছে এই রিপোর্ট তলব করা হয়েছে বলেই জানা যাচ্ছে। 

fghgghu.png

frrtuji.png

Add 1