নিজস্ব সংবাদদাতা: গত ৭ অগস্টের শুনানিতে একাধিক বিষয়ের ওপর নজর দিয়েছে সুপ্রিম কোর্ট। মণিপুর হিংসার একাধিক বিষয় এখন প্রশ্নের মুখে। আর এই প্রশ্নের মুখে কার্যত দাঁড়াতে হচ্ছে রাজ্য সরকার এবং সর্বপরী কেন্দ্রকে।
রাজ্য সরকারের সাম্প্রতিক স্ট্যাটাস রিপোর্ট শীর্ষ আদালতে তুলে ধরা হয়েছে। যেখানে বলা হয়েছে যে ৩ মে থেকে ৫ মে, মাত্র এই দু’দিনেই ৫৯ জন প্রাণ হারিয়েছেন মণিপুর হিংসার শিকার হয়ে। এখন মোট মৃত্যু সংখ্যা ১৫০। মণিপুরের সংঘর্ষে ৫০২ জন আহত হয়েছেন। অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে ৫,১০৭টি। এদিকে ১২,৭৪০ জনকে গ্রেপ্তার করা হয়েছে এই কয়েক মাসের হিংসার ঘটনায়।
এর মধ্যে উল্লেখযোগ্য ভাবে যা নজর কেড়েছে তা হল, ৭২টি কেস রুজু হয়েছে ৩০২ ধারায়। ধর্ষণের মামলায় যুক্ত হয়েছে ৩টি মামলা। ধর্ষণ ও পরে খুন এমন ঘটনা ঘটেছে ১টি। এছাড়াও রয়েছে একাধিক ধারায় মামলা। অথচ এতোকিছুর পরেও রাজ্য সরকার কিংবা কেন্দ্রের তরফে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি।