নিজস্ব সংবাদদাতা: আবহাওয়ার ‘মুড সুইং’, আর তাতে নাজেহাল আমজনতা। কখনও বৃষ্টি তো কখনও রোদ, সবে মিলে এক অদ্ভুত পরিস্থিতি। এমন অবস্থায় বদলাচ্ছে তাপমাত্রা। যার জেরে ভোগান্তির আশঙ্কাও থেকে যাচ্ছে। আজও দেখা যাচ্ছে একই চিত্র।
যা জানা যাচ্ছে, আজ জেলার সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৭ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে হাওয়ার গতিবেগ ঘন্টায় ২০ কিমি। আর আর্দ্রতার পরিমাণ ৯২ শতাংশের কাছাকাছি। মনে করা হচ্ছে, আজ থেকেই একটু একটু করে বাড়বে অস্বস্তিকর গরম।