নিজস্ব সংবাদদাতা: ঝাঁসির জারবো গ্রামের ঘটনা। ১০ এপ্রিল দলিত ও অন্যান্য সম্প্রদায়ের মানুষ মিলিতভাবে ৫০,০০০ টাকা তুলে আম্বেদকরের একটি ছয় ফুট লম্বা মূর্তি স্থানীয় পার্কে স্থাপন করেন। ১৪ এপ্রিল আম্বেদকর জয়ন্তীর মূর্তিটি উন্মোচনের পরিকল্পনা ছিল। কিন্তু ১২ এপ্রিল রাতে পুলিশ ও রাজস্ব দফতরের আধিকারিকরা এসে মূর্তিটি সরিয়ে নিয়ে যায়। পুলিশ দাবি করে, সরকারি জমিতে অনুমতি ছাড়া মূর্তি বসানো হয়েছে, যা বেআইনি।
গ্রামপ্রধান সরোজ আহিরওয়ার জানান, মূর্তি স্থাপনে সকল জাতির মানুষ সহযোগিতা করেছেন। কোনও বিরোধীতাও ছিল না। তিনি স্বীকার করেন, প্রশাসনিক অনুমতি নেওয়া হয়নি। তবে প্রশাসনের এমন কড়া পদক্ষেপ অপ্রয়োজনীয় ও অবমাননাকর।
এই ঘটনার পর সীতাপুর, লখনউ ও আলিগড়েও একই ধরনের ঘটনা ঘটেছে। এই জায়গাগুলিতে দলিত সম্প্রদায় নিজের উদ্যোগে আম্বেদকরের মূর্তি স্থাপন করে এবং প্রশাসন সেই মূর্তি সরিয়ে দেয়। কোথাও কোথাও পরিস্থিতি উত্তপ্ত হয়ে হয়ে পাথর ছোঁড়া, লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস ব্যবহার করা হয়।
/anm-bengali/media/post_banners/rpjG6IOKM1ZDiRxIyHun.jpg)