কালো ধোঁয়ায় ঢেকেছে কসবার আকাশ, সমস্যা বাড়ছে দমকলের

১৫ টি ইঞ্জিন ইতিমধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনার কাজ চালিয়ে যাচ্ছে।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
fire acropolis.png

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: ৪ দিনের মাথায় ফের কলকাতার বুকে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড। এবারের ঘটনাস্থল কসবার অ্যাক্রোপলিস মল। মলের থার্ড ফ্লোরে এই আগুন লেগেছে বলে জানা যাচ্ছে।

কালো ধোঁয়ায় ঢেকেছে কসবার আকাশ। ১৫ টি ইঞ্জিন ইতিমধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনার কাজ চালিয়ে যাচ্ছে। কিন্তু কাঁচে ঘেরা সৌন্দর্য্যের জেরে সমস্যায় পড়ছেন দমকল কর্মীরা। মল জুড়ে সেন্ট্রাল এসি থাকায় ১২টি ফ্লোরেই ধোঁয়া ছড়িয়ে পড়েছে ইতিমধ্যেই। আর মল সম্পূর্ণ কভার থাকায় সেই ধোঁয়াতে শ্বাসকষ্ট শুরু হচ্ছে দমকল কর্মীদের। বেশিক্ষণ ভিতরে থেকে কাজ করতে পারছেন না তারা। অক্সিজেন মাস্ক পড়ে ভিতরে কাজ চালাচ্ছে দমকল কর্মীরা। ফলে সমস্যা ক্রমাগত হারে বাড়ছে।

WhatsApp Image 2024-06-14 at 13.18.40 (1).jpeg

WhatsApp Image 2024-06-14 at 13.18.40 (2).jpeg

 

Add 1