নিজস্ব সংবাদদাতা : মায়ানমারে ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মানুষের সাহায্যে ত্রাণ পাঠাচ্ছে ভারতীয় বিমান বাহিনী। অপারেশন ব্রাহ্ম-এর অংশ হিসেবে, এক্সপি ডিভিশন এবং এমইএ (মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স)-এর সহযোগিতায় ৬০ প্যারা ফিল্ড অ্যাম্বুলেন্স ত্রাণ নিয়ে মায়ানমারের দিকে রওনা দিতে প্রস্তুত হচ্ছে।
/anm-bengali/media/media_files/2025/03/29/1000177870-457988.jpg)
ভারতীয় বিমান বাহিনী ইতোমধ্যে ত্রাণ সামগ্রী বোঝাই করার কাজ শুরু করেছে, যাতে দ্রুত তা মায়ানমারে পৌঁছে দুঃস্থ মানুষদের সহায়তা করা যায়। এই ত্রাণ সাহায্য মায়ানমারের বিপর্যস্ত মানুষদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে।
/anm-bengali/media/media_files/2025/03/29/1000177869-245909.jpg)