নিজস্ব সংবাদদাতাঃ শিয়রে বিধানসভা ভোট। আগামী ২০২২ সালে উত্তরপ্রদেশে ভোট। ভোটের প্রচারে কোমর বেঁধে নেমে পড়েছে রাজনৈতিক দলগুলি। বৃহস্পতিবার মোরাদাবাদে গিয়ে ফের হুঙ্কার করলেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী বঢরা। তিনি বলেন, 'কংগ্রেস উন্নয়নের ভিত্তিতে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে। ক্ষমতায় এলে ২০ লক্ষ চাকরি দেবে কংগ্রেস। প্রতিটি জেলায় উৎপাদন কেন্দ্র খুলবে। কৃষি আইনের বিরুদ্ধে আন্দোলনে নিহতদের কৃষকদের প্রতি প্রধানমন্ত্রী কোনো শ্রদ্ধা জানাননি।' প্রিয়াঙ্কা আরও বলেন, 'আখ চাষীদের সমস্ত বকেয়া পরিশোধকরতে মাত্র ৪,০০০ কোটি টাকা লাগবে। প্রধানমন্ত্রী মোদী গত বছর কোভিডের সময় ৮,০০০ কোটি টাকায় ব্যক্তিগত বিমান কিনেছিলেন। সংসদের সৌন্দর্যায়নের জন্য কেন্দ্র ২০,০০০ কোটি টাকা দিচ্ছে কিন্তু কৃষকদের বকেয়া পরিশোধের জন্য টাকা নেই।'