নিজস্ব সংবাদদাতা: দেশবাসীকে ‘ইস্টার’-এর শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার সকালে এক্স হ্যান্ডেলে লিখছেন, সকলকে শুভ ও আনন্দময় ইস্টারের শুভেচ্ছা। এই ইস্টার বিশেষ কারণ বিশ্বজুড়ে জয়ন্তী বর্ষ অত্যন্ত উৎসাহের সাথে পালিত হচ্ছে। এই পবিত্র উপলক্ষটি প্রতিটি ব্যক্তির মধ্যে আশা, নবায়ন এবং করুণার প্রেরণা জোগাক। সর্বত্র আনন্দ ও সম্প্রীতি বিরাজ করুক।
/anm-bengali/media/media_files/l0ewqyCgyvLTaYb3GTP6.jpg)