নিজস্ব সংবাদদাতা : এবার দিল্লিতে ওয়াটার ট্যাঙ্কার মাফিয়াদের শেষ করতে বড় পদক্ষেপ নিল দিল্লির বিজেপি সরকার। আজ এই বিষয়ে কথা বলতে গিয়ে বড় মন্তব্য করলেন দিল্লির উপ মুখ্যমন্ত্রী পর্বেশ বর্মা। তিনি বলেন, ''এতদিন ট্যাঙ্কার মাফিয়ারা কোনও রকম সঠিক পর্যবেক্ষণ ছাড়াই সরকারের কাছ ঠিক অর্থ পাচ্ছিল। কোথায় জল যাচ্ছে বা কিভাবে তা বিতরণ করা হচ্ছে, তা কেউই জানত না।''
/anm-bengali/media/media_files/IVBiIImyJd43oABMQ8dy.jpeg)
তিনি বলেন, "আমরা একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছি। এখন প্রতিটি ওয়াটার ট্যাঙ্কারেই জিপিএস(GPS) ইনস্টল করা হবে। এবার থেকে সমস্ত ট্যাঙ্কারের ওপর সম্পূর্ণ নজরদারি থাকবে প্রশাসনের।"