নিজস্ব সংবাদদাতা : এবার মুর্শিদাবাদের হিংসার ঘটনা প্রসঙ্গে মুখ খুললেন, আসামের মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া। আজ তিনি বলেন, "ওয়াক্ফ আইনের বিষয়টি এখন সুপ্রিম কোর্টে বিচারাধীন। মমতা বন্দ্যোপাধ্যায় তার রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ব্যর্থ হচ্ছেন এবং আগামী নির্বাচনকে মাথায় রেখে তিনি রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছেন। আমরা সুপ্রিম কোর্টের রায় মেনে নেব।''
/anm-bengali/media/media_files/J9ndT7QdQb8nguMcez2d.jpg)
এরপর তিনি বলেন, ''কোনওরকম হিংসার ঘটনা, কোনওভাবেই গ্রহণযোগ্য নয়। মুর্শিদাবাদের পরিস্থিতি একেবারেই ভালো নয়।"