চার দিন আগে সন্তান প্রসব করা এক মহিলাকেও ঘর ছাড়তে হয়েছে ! মুর্শিদাবাদ হিংসার ভয়াবহ অভিজ্ঞতার কথা শোনালেন এনসিডব্লিউ (NCW) প্রধান বিজয়া রাহাতকর

কি বললেন এনসিডব্লিউ (NCW) প্রধান বিজয়া রাহাতকর ?

author-image
Debjit Biswas
New Update
ANTI WAQF

নিজস্ব সংবাদদাতা : এবার মুর্শিদাবাদ হিংসার ভয়াবহ অভিজ্ঞতার কথা শোনালেন এনসিডব্লিউ (NCW) প্রধান বিজয়া রাহাতকর। সম্প্রতি ওয়াকফ আইন বিরোধী একটি বিক্ষোভ সমাবেশকে কেন্দ্র করে, মুর্শিদাবাদে ঘটে যাওয়া হিংসার ঘটনায় তীব্র চাঞ্চল্য দেখা যায় সমগ্র দেশ জুড়ে। তারপর হিংসা কবলিত এলাকা পরিদর্শনে আসে ন্যাশনাল কমিশন ফর উইমেন বা এনসিডব্লিউ (NCW)। আর এবার হিংসা কবলিত এলাকা পরিদর্শনের পর নিজের অভিজ্ঞতার কথা শোনালেন এনসিডব্লিউ (NCW) প্রধান বিজয়া রাহাতকর।

d

তিনি বলেন, "যেখানেই গেছি, আক্রান্ত মহিলাদের ভিতর জমে থাকা ক্ষোভ, আমাদের নাড়িয়ে দিয়েছে। তাদের সমস্ত স্বপ্ন ভেঙে চুরমার হয়েছে। ভাবতে পারেন, মাত্র চার দিন আগে সন্তান প্রসব করা এক মহিলাকেও, নিজের সন্তানকে বাঁচাতে ঘর ছাড়তে হয়েছে। এমন অনেক মর্মান্তিক ঘটনার কথা আজ শুনলাম।" এরপর তিনি বলেন, ''আমরা দ্রুত আক্রান্তদের ঘরে ফিরিয়ে আনার ও দোষীদের চরম শাস্তি দেওয়ার চেষ্টা করবো।''