নিজস্ব সংবাদদাতা: আজ বামেদের ব্রিগেট সমাবেশ। রোধীদের বিরুদ্ধে সাম্প্রদায়িক রাজনীতির তাস খেলার অভিযোগ তুলে সরব হলেন সিটুর রাজ্য সাধারণ সম্পাদক অনাদি সাহু। এদিন একযোগে বিজেপি এবং তৃণমূলকে আক্রমণ করেন তিনি। বলেন, ‘কেন্দ্রীয় শ্রম আইনে মেহনতি মানুষের ক্ষতি হবে।’
/anm-bengali/media/media_files/uCim2GpcIN6z2cUxdtAz.jpeg)