নিজস্ব সংবাদদাতা : সম্প্রতি সুপ্রিম কোর্ট সম্পর্কে, বিজেপি সাংসদ নিশিকান্ত দুবের করা কিছু মন্তব্যের বিষয়ে কথা বলতে গিয়ে এবার বড় দাবি করলেন আরজেডি নেতা ও বিহারের প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী তেজস্বী যাদব। এই মন্তব্যের জন্য নিশিকান্ত দুবের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করা উচিৎ বলে জানালেন তিনি।
/anm-bengali/media/media_files/6X0GTFwDH23PQUHt5Iyu.webp)
তিনি বলেন, "দেশের সর্বোচ্চ আদালত নিয়ে এমন কোনও মন্তব্য করা উচিৎ নয়। কিন্তু কেউ এমন কোনও মন্তব্য করলে, তার বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করা উচিৎ।"