সুদীপ ব্যানার্জী, জলপাইগুড়ি: এক বেসরকারি রিসর্ট থেকে উদ্ধার করা হল বিলুপ্তপ্রায় গ্রিন পিট ভাইপার।মঙ্গলবার মেটেলি ব্লকের মাথাচুলকা এলাকার একটি বেসরকারি রিসর্ট থেকে ওই সাপটি উদ্ধার করেন চালসার সর্পপ্রেমী দিবস রাই। এদিন সকালে রিসর্টের কর্মীরা ওই সাপটিকে একটি ছোট গাছের মধ্যে দেখতে পায়। সাপটি দেখার পর আতঙ্কিত হয়ে পড়ে কর্মীরা। দিবস রাই সেখানে গিয়ে সাপটি উদ্ধার করে নিয়ে যান। দিবস রায় জানিয়েছেন, সাপটি গ্রিন পিট ভাইপার প্রজাতির। সাপটি সুস্থ থাকায় সেটিকে জঙ্গলে ছেড়ে দেওয়া হয়।