নিজস্ব সংবাদদাতা: কাঠের নৌকায় ভয়াবহ অগ্নিকাণ্ড। যাত্রীভর্তি নৌকায় রান্নার সময় আগুন ছড়িয়ে পড়ে, আর তাতেই প্রাণ হারিয়েছেন কমপক্ষে ১৪৮ জন। এখনও পর্যন্ত ১০০ জনের বেশি নিখোঁজ রয়েছেন। কঙ্গোর উত্তর-পশ্চিমাঞ্চলে কঙ্গো নদীতে ঘটে যাওয়া এই মর্মান্তিক দুর্ঘটনায় বহু যাত্রী আগুনে ঝলসে গিয়েছেন, যাঁদের মধ্যে অনেকের অবস্থাই আশঙ্কাজনক।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নৌকায় থাকা এক মহিলা রান্না করছিলেন, সেসময়ই আচমকা আগুন লেগে যায়। কাঠের তৈরি নৌকায় আগুন মুহূর্তেই চারদিকে ছড়িয়ে পড়ে। আতঙ্কে প্রাণ বাঁচাতে অনেক যাত্রী—including নারী ও শিশু—নদীতে ঝাঁপ দেন। তবে বেশিরভাগই সাঁতার জানতেন না, ফলে নদীতে ডুবে প্রাণ হারান।
আগুন লাগার কিছুক্ষণ পরেই সম্পূর্ণভাবে ডুবে যায় নৌকাটি। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় উদ্ধারকারী দল। অনেককে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও, এখনও বহু মানুষ নিখোঁজ। মৃতদের মধ্যে রয়েছেন বহু মহিলা ও শিশুও।
/anm-bengali/media/media_files/2025/04/21/FJT4XBgMaW8Ddt4tr7By.jpg)
মধ্য আফ্রিকার এই দেশের সেনেটর জিন পল বোকেটসু বোফিলি জানিয়েছেন, “উদ্ধার হওয়া যাত্রীদের মধ্যে অন্তত দেড়শোর বেশি মানুষ আগুনে পুড়ে গুরুতরভাবে আহত হয়েছেন।”
উল্লেখযোগ্যভাবে, কঙ্গোতে নৌকাডুবির ঘটনা নতুন নয়। ২০২৪ সালেই কিভু হ্রদে নৌকাডুবিতে প্রাণ হারান ৭৮ জন। গত বছরের ডিসেম্বরেও পশ্চিম কঙ্গোতে আরেকটি দুর্ঘটনায় মৃত্যু হয় অন্তত ২২ জনের। দুর্বল নৌ-নিরাপত্তা ব্যবস্থার জেরেই বারবার ঘটছে এমন মর্মান্তিক দুর্ঘটনা।