নিজস্ব সংবাদদাতা: ২৬/১১ মুম্বাই সন্ত্রাসী হামলার তদন্তে বড় সাফল্য NIA-এর। মুম্বাই হামলার অন্যতম মাস্টারমাইন্ড তাহাব্বুর রানা জিজ্ঞাসাবাদে পাকিস্তানের সঙ্গে সরাসরি যোগের কথা স্বীকার করেছেন। ১২ এপ্রিল তাহাব্বুর রানাকে আমেরিকা থেকে প্রত্যর্পণ করা হয়। সেখানেই তিনি কিছু বিস্ফোরক তথ্য NIA-কে দিয়েছেন বলে জানা গিয়েছে।
/anm-bengali/media/media_files/2024/12/20/1000130124.jpg)
জানা গিয়েছে তাহাব্বুর রানা জিজ্ঞাসাবাদে জানিয়েছেন হামলার পরিকল্পনার সঙ্গে পাকিস্তানের আইএসআই অফিসার মেজর সমীর এবং মেজর ইকবাল সরাসরি যুক্ত ছিলেন। ২০০৮ সালের হামলার প্রধান কর্মকর্তা হিসেবে আইএসআই কাজ করেছিল বলে জানা গিয়েছে। এনআইএ উভয় ব্যক্তির পাশাপাশি অন্যদের স্কেচও তৈরি করেছে, যার মধ্যে একটি রহস্যময় ব্যক্তিও রয়েছে যার নাম "ডি"। দুবাইয়ে বসবাসকারী এই সন্দেহভাজন ব্যক্তির দাউদ ইব্রাহিম নেটওয়ার্কের সাথে যোগসূত্র থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে, যদিও এটি এখনও নিশ্চিত নয় বলে জানা গিয়েছে।