নিজস্ব সংবাদদাতা: পাকিস্তানের এক হিন্দু মন্ত্রীকে হামলার মুখে পড়তে হল। সিন্ধুফেডারেল সরকারের বিতর্কিত সেচ খাল প্রকল্পের বিরোধীরা তাঁকে হামলা করে বলে জানা গিয়েছে। ধর্ম বিষয় প্রতিমন্ত্রী খেয়াল দাস কোলিস্তানি যখন একটি মোটর শোভাযাত্রা করছিলেন, তখন তাঁকে হামলা করা হয়। পাকিস্তানের মন্ত্রী শাহবাদ শরীফ এই হামলার তীব্র নিন্দা করেছেন।
/anm-bengali/media/media_files/vRJS3cbMC2SfjtdwDEWe.jpg)