কুলিক পক্ষীনিবাসে মঙ্গলবার থেকে শুরু হল পরিযায়ী পাখি গণনা

author-image
New Update
কুলিক পক্ষীনিবাসে মঙ্গলবার থেকে শুরু হল পরিযায়ী পাখি গণনা

সুদীপ ব্যানার্জী, উত্তর দিনাজপুর: এশিয়া মহাদেশের বৃহত্তম উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের কুলিক পক্ষীনিবাসে মঙ্গলবার থেকে শুরু হল পরিযায়ী পাখি গণনা। মঙ্গলবার সকাল ৭টা থেকে পাখি গণনা শুরু হয়। বুধবার পর্যন্ত  চলবে এই গণনা। বনদপ্তরের উদ্যোগে আয়োজিত পাখি গণনায় উত্তর দিনাজপুর পিপল ফর এনিম্যালস, রায়গঞ্জ পিপল ফর এনিম্যালস, ফোটোগ্রাফি ক্লাব, এইচএমটিএ, হেমতাবাদ জনকল্যাণ সমিতি সহ বিভিন্ন সংস্থার সদস্যরা অংশ নিয়েছেন। প্রথম দিনের পাখি গণনায় উপস্থিত ছিলেন কুলিক পক্ষীনিবাসের রেঞ্জার প্রমিতা লামা, বিট অফিসার বরুণ সাহা, এআরও মধুমিতা পাত্র সহ অন্যরা।বনদপ্তর সূত্রে জানা গিয়েছে, গণনা কর্মীরা প্রথমে প্রতিটা গাছে নম্বর দেবেন। দ্বিতীয় ধাপে প্রতিটি গাছে কটা করে পাখির বাসা আছে সেটা গুনবেন। জানা গিয়েছে পক্ষীনিবাসে ১১৩৪টি বড় গাছ আছে। ২০১৮ সালে পরিযায়ী পাখির সংখ্যা (৯৮,৫৬২) রেকর্ড বৃদ্ধি পেয়েছিল বলে কুলিক এশিয়া মহাদেশের বৃহত্তম পক্ষীনিবাসের স্বীকৃতি পায়। যদিও তার পরের বছর অর্থাৎ ২০১৯ সালে পাখির সংখ্যা কিছুটা কমে যায়। তবে ২০২০ সালে পাখির সংখ্যা (৯৯,৬৩১) আগের রেকর্ডকে ছাপিয়ে যায়। এবার কুলিক পক্ষীনিবাসে পরিযায়ী পাখির সংখ্যা এক লক্ষ ছাড়িয়ে যাবে বলে আশাবাদী পাখি প্রেমী সংগঠনগুলো।