নিজস্ব সংবাদদাতাঃ অস্ট্রেলিয়ার সিডনির বন্দরে এল ৮০০ জনের করোনা আক্রান্ত হওয়া এক প্রমোদ তরী। দীর্ঘ ১২ দিনের সফরের পর নিউজিল্যান্ড থেকে সিডনিতে এসে পৌঁছাল ৪৬০০ যাত্রী বোঝাই প্রমোদ তরী। ছুটি কাটাতে সিডনির এক উৎসবে যোগ দিতে এই প্রমোদতরীতে রওনা দিয়েছিলেন পর্যটকরা। সফরের ষষ্ঠ দিনে মাঝ সমুদ্রে প্রমোদ তরীতে কয়েকজন যাত্রী অসুস্থ হয়ে পড়লে, কোভিড পরীক্ষা করা হয়। এরপর জাহাজের ক্যাপ্টেন, কর্মীদের পাশাপাশি ৪৬০০ যাত্রীর কোভিড পরীক্ষার পর দেখা যায় ৮০০ জনের রিপোর্ট পজেটিভ এসেছে। করোনা পজেটিভ আসা যাত্রীদের বেশিরভাগেরই তেমন কোনও উপসর্গ নেই। আবার কয়েকজনের মৃদু উপসর্গ রয়েছে। করোনা আক্রান্ত যাত্রীদের সিডনিতে নামিয়ে মেলবোর্নের উদ্দেশ্য রওনা দেয় প্রমোদ তরীটি। কোভিড থাকা যাত্রীদের নিভৃতবাসে রাখার ব্যবস্থা করা হচ্ছে।