স্বাভাবিক হচ্ছে মুর্শিদাবাদ! হিংসা কবলিত এলাকা থেকে এখনও উঠছে না ১৬৩ ধারা

মুর্শিদাবাদের হিংসা কবলিত এলাকা থেকে এখনও উঠছে না ১৬৩ ধারা ।

author-image
Tamalika Chakraborty
New Update
bsf in murshidabad

নিজস্ব সংবাদদাতা: মুর্শিদাবাদের হিংসা কবলিত এলাকাগুলিতে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হলেও এখনও সম্পূর্ণভাবে তোলা হচ্ছে না ১৬৩ ধারা। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ১৬ এপ্রিল সন্ধ্যা ৬টা পর্যন্ত জমায়েতের ওপর নিষেধাজ্ঞা বহাল থাকবে।

তবে কিছু এলাকায় স্বস্তির খবরও রয়েছে। জঙ্গিপুর পুলিশ জেলায় ফের চালু করা হয়েছে ইন্টারনেট পরিষেবা, যদিও সামশেরগঞ্জে তা এখনও বন্ধ রাখা হয়েছে।

murshidabad     1

এদিকে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে ময়দানে রয়েছে কেন্দ্রীয় বাহিনী। হিংসার পুনরাবৃত্তি রুখতে বিভিন্ন গ্রামে তৈরি হয়েছে শান্তি কমিটি। গ্রামে গ্রামে শান্তি সভা করে মানুষকে আস্থার বার্তা দিচ্ছে তারা।

ধুলিয়ানের রতনপুর গ্রামের বাসিন্দারাও নিজেদের উদ্যোগে নিরাপত্তার দায়িত্ব নিয়েছেন—হামলা রুখতে তৈরি করেছেন বাঁশের ব্যারিকেড। শান্তি ফেরাতে প্রশাসন ও সাধারণ মানুষ একযোগে কাজ করছে।