নিজস্ব সংবাদদাতা: মুর্শিদাবাদে অশান্তির জেরে বহু মানুষ ঘর ছাড়া। কেউ মালদার ত্রাণ শিবিরে তো কেউ ঝাড়খণ্ডে আশ্রয় নিয়েছেন। এদিকে মুর্শিদাবাদে আক্রান্তকারীরা হাইকোর্টে এনআইএ তদন্তের দাবি জানিয়েছে। হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ এই বিষয়ে মামলা করার অনুমতি দিয়েছে। বৃহস্পতিবার দিন এই মামলার শুনানি হবে। আক্রান্তকারীরা হাইকোর্টে জানিয়েছেন, সংশোধিত ওয়াকফ আইনের প্রতিবাদে যে বিক্ষোভ হয়েছে, তাতে তাঁরা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। এই ঘটনায় কিছু দুষ্কৃতী তাঁদের বাড়িতে বা বাড়ির সামনে বোমা ফাটিয়েছে। এই বিষয়ে পুলিশের সাহায্য তাঁরা পাননি। তাঁরা অভিযোগ করেছেন, দুষ্কৃতীরা যখন তাঁদের ওপর হামলা করে, পুলিশে ফোন করা হয়েছিল। পুলিশ ফোন ধরেনি। এমনকী পুলিশকে ইমেল পাঠানো হয়েছিল। কিন্তু পুলিশ ইমেল দেখার পরেও কোনও উত্তর দেয়নি। আক্রান্তকারীরা মনে করছেন, এই পরিস্থিতিতে NIA তদন্ত হওয়া উচিৎ। তবেই নিরপেক্ষ তদন্ত হবে।
/anm-bengali/media/media_files/2025/04/14/2CcehXCmEVw4ETzD1SZK.jpg)