নিজস্ব সংবাদদাতা : জাপানের হয়ে আমেরিকার সঙ্গে শুল্ক নিয়ে আলোচনার দায়িত্বে থাকা মন্ত্রী রায়োসেই আকাজাওয়া রওনা দিলেন ওয়াশিংটনের উদ্দেশে। তাঁর লক্ষ্য— ট্রাম্প প্রশাসনের থেকে জাপানের উপরে চাপানো শুল্ক কিছুটা হলেও কমানো। সম্প্রতি জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা ও ডোনাল্ড ট্রাম্প বৈঠক করেন। সেখানেই সিদ্ধান্ত হয় দু'দেশের মধ্যে শুল্ক আলোচনার সূচনা হবে। তবে জাপান সাফ জানিয়ে দিয়েছে, তারা তাড়াহুড়ো করে কোনও চুক্তি করতে রাজি নয়, আর বড় কোনও ছাড়ও দিতে নারাজ।
/anm-bengali/media/media_files/2025/04/05/Xsm18yl9HAkUe2W0dzvW.jpg)
জাপানের মুখ্য মন্ত্রিসভা সচিব ইয়োশিমাসা হায়াশি জানিয়েছেন, "আমরা যুক্তরাষ্ট্রের কাছে অনুরোধ জানাবো তারা যেন এই শুল্ক নীতির পুনর্বিবেচনা করে। সরকারের সব বিভাগ একসাথে কাজ করছে, যেন দ্রুত ইতিবাচক ফল পাওয়া যায়।"
/anm-bengali/media/media_files/2025/04/03/1000180672-117187.jpg)
যদিও জাপান আমেরিকার দীর্ঘদিনের ঘনিষ্ঠ মিত্র, তবুও তাদের উপর ২৪% হারে ‘রেসিপ্রোকাল’ শুল্ক চাপানোর ঘোষণা করেছে ট্রাম্প প্রশাসন। যদিও এই শুল্ক আপাতত ৯০ দিনের জন্য স্থগিত রাখা হয়েছে, জাপানের গাড়ি শিল্প—বিশেষ করে টয়োটা, হোন্ডা ও নিসানের মতো সংস্থাগুলি—ইতিমধ্যেই ২৫% শুল্কের ধাক্কা খাচ্ছে। জাপান এখন আমেরিকার সঙ্গে কথাবার্তা চালিয়ে এই বাণিজ্যিক চাপে কিছুটা ছাড় চাইছে।