বাংলার কথা বলতে চাও, তাহলে আমার সামনে বলো- বার্তা দিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা!

বাংলার মুখ্যমন্ত্রী করলেন বড় দাবি।

author-image
Anusmita Bhattacharya
New Update
s

নিজস্ব সংবাদদাতা: বুধবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওয়াকফ আইন সম্পর্কে ইমামদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। তিনি দাবি করেন যে বাংলার বদনাম করা হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "উত্তর প্রদেশ ও বিহারের ভিডিও দেখিয়ে বাংলার বদনাম করা হচ্ছে। ভুয়ো খবর ছড়ানো হচ্ছে। বিজেপি মিথ্যা ভিডিও দেখিয়ে মানহানি করছে। আমি ইমামদের কাছে হাত জোড় করে শান্তির আবেদন জানাচ্ছি"। তিনি আরো বলেন, "সীমান্তর নিরাপত্তা বিএসএফের দায়িত্ব। যদি তুমি বাংলার কথা বলতে চাও, তাহলে আমার সামনে বলো। আমরা বাংলার বদনাম করার জন্য ভুয়ো মিডিয়া রিপোর্ট ধরেছি। আমি সকল ইমাম এবং পুরোহিতদের সম্মান করি। আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের আদর্শে বিশ্বাস করি। বাংলায় সহিংসতা উস্কে দেওয়ার জন্য বিজেপির ষড়যন্ত্রে পা দেবেন না"। তিনি কেন্দ্রীয় সরকারকে প্রশ্ন করেন যে তারা ওয়াকফ আইন পাস করার ক্ষেত্রে এত তাড়াহুড়ো কেন করল? তারা কি বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে অবগত নয়? 

মুখ্যমন্ত্রী বলেন, "আমরা হিন্দু ও মুসলিমদের মধ্যে বিভাজন হতে দেব না। এটা কেবল একজন ব্যক্তির ঘটনা নয়। আমরা দেশভাগ হতে দেব না। যতদিন আমরা আছি, ততদিন আমরা হিন্দু-মুসলিম বিভাজন হতে দেব না"।

Mamata