নিজস্ব সংবাদদাতা: নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ইমাম, মুয়াজ্জিন ও বুদ্ধিজীবীদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, "ওয়াকফ নিয়ে অশান্তি হয়েছে। তৃণমূল বিধায়কদের বাড়িতে হামলা হয়েছে। তৃণমূলের পার্টি অফিসে হামলা হয়েছে। তৃণমূল কংগ্রেস এর পেছনে থাকলে আমাদের বিধায়কদের বাড়ি ভাঙচুর হতো না। যেখানে গন্ডগোল সেখানে জিতেছে কংগ্রেস। ওদের পরিস্থিতি শান্ত করা উচিত ছিল। উস্কানিমূলক কথা বলতে এখানে আসিনি। ওয়াকফ নিয়ে প্ররোচনামূলক কথা হয়েছে। ওয়াকফ আইন নিয়ে এত তাড়াহুড়ো কেন? আমরা শান্তি চাই। হাতজোড় করে বলছি অশান্তি কেউ করতে চাইলে দয়া করে তাকে কন্ট্রোল করুন"।
/anm-bengali/media/media_files/p73IkHAxzZ3pNhjviKMj.webp)