ফের অশান্ত ধুলিয়ান! কেন্দ্রীয় বাহিনীর সামনেই দোকানে আগুন লাগানোর অভিযোগ

ধুলিয়ানে কেন্দ্রীয় বাহিনীর সামনে দোকানে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠল।

author-image
Tamalika Chakraborty
আপডেট করা হয়েছে
New Update
Fire

নিজস্ব সংবাদদাতা: পুলিশ বার বার দাবি করেছে শান্ত হচ্ছে মুর্শিদাবাদ। ধুলিয়ান ও সামসেরগঞ্জে ব্যাপক পুলিশবাহিনী ও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। তারমধ্যে ধুলিয়ান পুরসভার ৫ নম্বর ওয়ার্ডের বাজারে একটি দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ঘটনার সময় দোকান বন্ধ ছিল। দোকান খুলে আগুন লাগানো হয়েছে।  স্থানীয় ব্যবসায়ীরা অভিযোগ করেছেন, পরিকল্পনা করে এই আগুন লাগানো হয়েছে। একে তাঁরা অশান্তির জেরে দিনের পর দিন দোকান খুলতে পারছেন না। তারমধ্যে দোকানে আগুন লাগিয়ে দেওয়া হলে তাঁদের না খেতে পেয়ে মরতে হবে। স্থানীয়রা প্রশ্ন তুলেছেন, ঘটনাস্থল থেকে ১০০ মিটার দূরে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে। সেক্ষেত্রে কীভাবে দোকানে আগুন লাগতে পারে। জানা গিয়েছে, ধুলিয়ান পুরসভার ভাইস চেয়ারম্যানের ভাইয়ের দোকানে এই আগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

murshidabad violence