নিজস্ব সংবাদদাতা: নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ইমাম, মুয়াজ্জিন ও বুদ্ধিজীবীদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, "বিজেপি ফেক নিউজ ছড়াচ্ছে। বাংলার কথা বলে অন্য রাজ্যের ভিডিও দেখানো হচ্ছে। অশান্তি করতে প্ররোচনা দিচ্ছে বিজেপি। বহিরাগত ঢুকিয়ে অশান্তি পাকানো হচ্ছে।বিজেপির কথায় উত্তেজিত হয়ে কেউ অশান্তি করতে এলে ঠেকান। সংবিধানকে ছিন্নভিন্ন করা হচ্ছে। আম্বেদকরের তৈরি সংবিধান মানা হচ্ছে না। কেন্দ্রীয় এজেন্সি কালিদাসের মতো আচরণ করছে। ভাগ না করে বিজেপি ভারতকে জোড়ো। তাড়াহুড়ো করে ওয়াকফ আইন পাশ করানো হল কেন? সংবিধান সংশোধন না করে কেন ওয়াকফ আইন পাশ করানো হল?"
/anm-bengali/media/post_banners/4cZT5wSoyHJepKAtOzxA.jpg)