সুদীপ ব্যানার্জী, কোচবিহার: মিডডে মিলের খাদ্য সামগ্রী চুরির ঘটনার পর এবার ৫০০ টাকার বিনিময়ে পাস করানো হচ্ছে কোচবিহারের মেখলিগঞ্জের আলোক ঝাড়ি উচ্চতর বিদ্যালয়ের উচ্চমাধ্যমিক পড়ুয়াদেরl গুরুতর এই অভিযোগ তুললো স্কুলের ছাত্ররা প্রধান শিক্ষকের বিরুদ্ধে।
এই ঘটনার কথা চাউর হতেই চাঞ্চল্য ছড়িয়ে পরে গোটা এলাকায়। সূত্রের পাওয়া খবর অনুযায়ী , ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুবীর কুমার ঘোষ এবারের উচ্চমাধ্যমিক পরীক্ষায় অনুত্তীর্ণ পরীক্ষার্থীদের কাছ থেকে পাস করিয়ে দেওয়ার জন্য,৫০০ টাকা করে নিচ্ছেন। সূত্র মারফত জানাযায়, ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক এর আগেও মিডডে মিলের খাদ্যসামগ্রী চুরির সঙ্গে যুক্ত ছিলেন। এই বিষয়ে সাংবাদিকদের ক্যামেরার সামনে সমস্ত অভিযোগ অস্বীকার করেন ওই শিক্ষক। এদিনের টাকা নেওয়ার বিষয়টি অত্যন্ত সুকৌশলে এড়িয়ে যান ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক। পরে অবশ্য চাপের মুখে ছাত্রছাত্রীদের কাছ থেকে নেওয়া টাকা ফেরৎ দিয়ে দেন শিক্ষক।