নিজস্ব সংবাদদাতা: ইডি ন্যাশনাল হেরাল্ড মামলার তদন্ত করছে। এই প্রসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল বলেছেন, "এটি দীর্ঘদিনের বিচারাধীন বিষয়। ইডি তার কাজ করছে। প্রতিবাদের নামে কংগ্রেস কর্মীরা সরকারি সম্পত্তি ভাঙচুর করছে। যদি তারা কিছু বলতে চায়, তাহলে তাদের সঠিক মঞ্চে তা বলা উচিত। আইন কি সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধীর ক্ষেত্রে প্রযোজ্য নয়?"
/anm-bengali/media/media_files/qmVfNNlRwuZWAIKitJ2u.webp)