নিজস্ব সংবাদদাতা: বিহারের বিধানসভা নির্বাচনের দামামা বেজে গিয়েছে। এই প্রসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী নিত্যানন্দ রাই বলেছেন, "নীতীশ কুমার গত ২০ বছর ধরে বিজেপির সাথে আছেন। কংগ্রেস নেতারা এখন 'ভারত তেরে টুকরে হোঙ্গে' গ্যাংয়ের নেতা কানহাইয়া কুমারের পক্ষে প্রচার চালাচ্ছেন।"
/anm-bengali/media/media_files/cy9pxihRLlN15JOslPIp.jpg)