ফের উত্তপ্ত রাজৌরি! অকারণ গুলিতে উত্তেজনা জম্মু-কাশ্মীরে
BREAKING: এবার বৈষ্ণো দেবীর মন্দিরে পাক হামলার ভয়!
"অসীম মুনির, তোমার কবর খোঁড়া হবে"- সোজা হুমকি দিয়ে দিলেন জম্মু-কাশ্মীরের প্রাক্তন শীর্ষ পুলিশ কর্মকর্তা!
কোনও যুদ্ধবিরতি মানা হচ্ছে না! প্রমাণ দিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
শ্রীনগরে ড্রোন হামলা, পাল্টা জবাবে সক্রিয় ভারত
BREAKING: যুদ্ধবিরতি? "হোয়াট দ্য হেল..."! এবার একেবারে ক্ষেপে গেলেন মুখ্যমন্ত্রী
জম্মু-কাশ্মীরে পাকিস্তানের গুলি, পাল্টা জবাবে বিএসএফকে ‘পূর্ণ শক্তি’তে হামলার নির্দেশ কেন্দ্রের
BREAKING : নির্লজ্জতার সীমা ছাড়ালো পাকিস্তান ! ফের ব্ল্যাক আউট শ্রীনগর, উধমপুরে
BIG BREAKING: কোথায় যুদ্ধবিরতি? কোথায় শান্তি? ফের হামলা চালাল পাকিস্তান

রক্তে ভেসে যাচ্ছে মেঝে! নিজের বাড়িতেই খুন হলেন প্রাক্তন ডিজি

নিজের বাড়িতেই খুন হলেন কর্ণাটকের প্রাক্তন ডিজি।

author-image
Tamalika Chakraborty
New Update
former DGP

নিজস্ব সংবাদদাতা: নিজের বাড়ি থেকেই রক্তাক্ত অবস্থায় উদ্ধার হলেন কর্ণাটক পুলিশের প্রাক্তন ডিজি ওমপ্রকাশ। রবিবার বেঙ্গালুরুর এইচএসআর লে-আউট এলাকার বাড়ি থেকে তাঁর মৃতদেহ উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে খবর, ঘটনাস্থলে রক্তে ভেসে যাচ্ছিল ঘরের মেঝে, এবং তাঁর দেহে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে। গোটা ঘটনার ঘনঘটা ঘিরে তৈরি হয়েছে গভীর রহস্য।

 প্রাথমিকভাবে পুলিশের অনুমান, প্রাক্তন ডিজিকে খুন করা হয়ে থাকতে পারে। ওই প্রতিবেদনে দাবি করা হয়েছে, ইতিমধ্যেই তাঁর স্ত্রীকে আটক করা হয়েছে। তবে এই বিষয়ে কর্ণাটক পুলিশ এখনও কোনও সরকারি বিবৃতি দেয়নি।

সংবাদসংস্থা পিটিআই জানিয়েছে, মৃতের স্ত্রী ও কন্যাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাঁরা আটক কিনা, তা নিশ্চিত করা হয়নি। তবে বিভিন্ন সূত্রের মতে, ওমপ্রকাশ অতীতেও একাধিকবার আশঙ্কা প্রকাশ করেছিলেন যে, তাঁর প্রাণসংশয়ের সম্ভাবনা রয়েছে। সেই তথ্য মাথায় রেখে তদন্তকারীদের সন্দেহ, পরিবারেরই কোনও ঘনিষ্ঠ সদস্য এই ঘটনায় জড়িত থাকতে পারেন।

প্রাক্তন ডিজির দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনাস্থলে পৌঁছেছেন পুলিশের উচ্চপদস্থ কর্তারা। রহস্য ঘনীভূত হওয়ায় নানা দিক থেকে তদন্ত চলছে।

Police

প্রসঙ্গত, ওমপ্রকাশ ছিলেন বিহারের চম্পারণের বাসিন্দা। জিয়োলজিতে স্নাতকোত্তর শেষ করে পুলিশ পরিষেবায় যুক্ত হন তিনি। ২০১৫ সালের ১ মার্চ তাঁকে কর্ণাটক পুলিশের ডিরেক্টর জেনারেল (ডিজি) পদে নিয়োগ করা হয়। কিছু বছর আগেই ৬৮ বছর বয়সে অবসর নেন তিনি।

এই প্রাক্তন শীর্ষ পুলিশ কর্তার মৃত্যু ঘিরে এখন গোটা কর্ণাটকজুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে।