নিজস্ব সংবাদদাতা : চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায়ের পরেও রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলত্তি স্পষ্ট জানিয়ে দিলেন—ক্লাব প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজের সঙ্গে তাঁর কোনও মতবিরোধ নেই। আর্সেনালের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালে হেরে ইউরোপ থেকে বিদায় নিয়েছে রিয়াল। এরপর থেকেই আনচেলত্তির ভবিষ্যৎ নিয়ে নানা গুঞ্জন শুরু হয়। তবে রবিবার লা লিগায় অ্যাথলেটিক বিলবাও-এর বিরুদ্ধে ম্যাচের আগে আনচেলত্তি বলেন, "ক্লাবের সঙ্গে আমাদের চিন্তা এক, কোনও দ্বন্দ্ব নেই।" তিনি আরও বলেন, "যারা বলছে প্রেসিডেন্টের সঙ্গে আমার বিরোধ—তারা ভুল বলছে। এমন সময় প্রেসিডেন্ট আরও বেশি সহানুভূতি দেখান।"
/anm-bengali/media/media_files/2025/04/19/1000190335-118006.jpg)
চ্যাম্পিয়ন্স লিগ মাদ্রিদের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলেও, আনচেলত্তি মনে করিয়ে দেন বাকি প্রতিযোগিতাগুলিও সমান গুরুত্বপূর্ণ। এই পরাজয়ের পর সবচেয়ে বেশি কষ্ট পেয়েছেন সমালোচনার জন্য, জানালেন তিনবারের চ্যাম্পিয়ন্স লিগজয়ী এই কোচ। তাঁর কথায়, "এক দশকে প্রায় ৩০টা ট্রফি জিতেছে রিয়াল। সেই ক্লাবকেই প্রশ্ন তোলা ঠিক নয়।"
বর্তমানে আনচেলত্তির সঙ্গে রিয়ালের চুক্তি ২০২৬ সাল পর্যন্ত। তবে তিনি জানিয়েছেন, মরশুম শেষে ক্লাবের সঙ্গে আলোচনা করবেন নিজের ভবিষ্যৎ নিয়ে। তবে জুন মাসে আমেরিকায় অনুষ্ঠিত ক্লাব বিশ্বকাপের আগে না পরে, তা এখনই স্পষ্ট নয়। এদিকে, ব্রাজিলের জাতীয় দলের কোচ হওয়ার সম্ভাবনাও রয়েছে তাঁর সামনে, বিশেষ করে ডোরিভাল জুনিয়র বরখাস্ত হওয়ার পর।
/anm-bengali/media/media_files/2025/04/19/1000190334-549693.jpg)
আনচেলত্তি বললেন, "আমি এখনই এ বিষয়ে কিছু বলবো না। মরশুম শেষের পরেই সব আলোচনা হবে।" অন্যদিকে, রিয়াল মাদ্রিদের ভবিষ্যৎ কোচ হিসেবে যাঁর নাম উঠে আসছে, সেই বায়ার লেভারকুজেন কোচ জাবি আলোনসোও জানিয়ে দিয়েছেন—এখনই ভবিষ্যৎ নিয়ে বলার সময় নয়।