রাষ্ট্রসংঘের মঞ্চে ফের পাকিস্তানের পাশে চিন

author-image
Harmeet
New Update
রাষ্ট্রসংঘের মঞ্চে ফের পাকিস্তানের পাশে চিন

নিজস্ব সংবাদদাতাঃ রাষ্ট্রসংঘের মঞ্চে ফের পাকিস্তানকে সমর্থন চিনের। পাকিস্তানে বসবাসকারী জইশ-ই-মহম্মদ জঙ্গিগোষ্ঠীর এক শীর্ষ নেতার উপরে নিষেধাজ্ঞা জারির সিদ্ধান্তে বাধা দিল চিন। ভারত ও আমেরিকার তরফে রাষ্ট্রসংঘের নিরাপত্তা কাউন্সিলে ওই জঙ্গির উপরে ‘নিষেধাজ্ঞা’ জারি করার আর্জি জানানো হয়েছিল। কিন্তু সেই আর্জি মঞ্জুর হওয়ার পথে বাধা হয়ে দাঁড়াল চিন। জানা গিয়েছে, আব্দুল রউফ আজহার নামক ওই জইশ-ই-মহম্মদ জঙ্গির আন্তর্জাতিক ভ্রমণে নিষেধাজ্ঞা ও যাবতীয় সম্পত্তি বাজেয়াপ্ত করে নেওয়ার আর্জি জানিয়েছিল ভারত ও আমেরিকা। রাষ্ট্রসংঘের ১৫ সদস্যের নিরাপত্তা কাউন্সিলের কাছে সেই প্রস্তাব পেশও করা হয়। কিন্তু চিনের তরফে সেই আবেদন প্রস্তাব মঞ্জুর হওয়া থেকে বাধা দেওয়া হয়। তাদের তরফে জানানো হয়, গোটা মামলাটি ভাল করে অনুধাবনের জন্য আরও কিছু সময় চায় চিন।


রাষ্ট্রসংঘের মঞ্চে চিনের মুখপাত্র বলেন, “আমরা এই নিষেধাজ্ঞা মঞ্জুর করার বিষয়টি আপাতত স্থগিত রেখেছি কারণ মামলাটি বোঝার জন্য আরও সময়ের প্রয়োজন। কমিটির নির্দেশিকা মেনেই এই বিষয়টি আপাতত স্থগিত রাখা হয়েছে এবং এই ধরনের একাধিক বিষয়ই স্থগিত রাখা রয়েছে কমিটির সদস্য়দের অনুরোধে।”