হরি ঘোষ, লাউদোহা: বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির উদ্যোগে অনুষ্ঠিত চারাপোনা উৎসবকে ঘিরে উত্তেজনা লাউদোহার প্রতাপপুরে। যে পরিস্থিতি সামলাতে ছুটে আসতে হল বিশাল পুলিশ বাহিনীকে। দু-এক কথা হতে হতে শুরু অশান্তি। কোনো রকমে পরিস্থিতি সামাল দিল পুলিশ।
ঘটনার সূত্রপাত এক তৃণমূল কর্মীর টাকা পাওয়াকে কেন্দ্র করে। বিশ্বনাথ গোস্বামী নামে ঐ তৃণমূল কর্মীর অভিযোগ, জিতেন্দ্র তিওয়ারি যখন তৃণমূল করতেন ঠিক তখন এলাকারই বাসিন্দা সঞ্জয় যাদবও তৃণমূল করতেন। জিতেন্দ্র তিওয়ারি যখন তৃণমূল ছেড়ে বিজেপিতে গেলেন তখন সঞ্জয়ও তৃণমূল ছেড়ে বিজেপিতে যান। বিশ্বনাথ গোস্বামী নামে লাউদোহার এক তৃণমূল কর্মীর অভিযোগ, সঞ্জয় যাদব নামে ঐ ব্যক্তি প্রায় ১ লক্ষ ৪৩ হাজার টাকা ধার নিয়েছিলেন বিশ্বনাথ গোস্বামীর কাছ থেকে। কিন্তু সেই টাকা চাইতে গেলে তিনি তা আর ফেরত দেননি।
/anm-bengali/media/post_attachments/f5e708bc-472.png)
রবিবার বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির উদ্যোগে দুর্গাপুরের লাউদোহার প্রতাপপুরে চারাপোনা উৎসব ছিল, সেই অনুষ্ঠানে সঞ্জয়কে দেখতে পেয়ে জনা চারেক লোককে নিয়ে উৎসব অনুষ্ঠানে ঢুকে পড়েন তৃণমূল কর্মী বিশ্বানাথ গোস্বামী। টাকা চান সঞ্জয়ের কাছে।
নিমেষে উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়, দু এক কথা হতে হতে শুরু হয় অশান্তি। খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে ছুটে আসে এবং কোনোক্রমে সামাল দেয় পরিস্থিতি। সম্পূর্ণ ঘটনাকে শাসক দলের চক্রান্ত বলে দাবি করেন জিতেন্দ্র তিওয়ারি।
যদিও বিজেপি নেতা অশান্তি তৈরির জন্য পান্ডবেশ্বর এসেছেন বলে পাল্টা তোপ দাগে তৃণমূল নেতৃত্ব। গোটা ঘটনার জেরে টানটান উত্তেজনা রয়েছে দুর্গাপুরের লাউদোহার প্রতাপপুর অঞ্চলে।