হরি ঘোষ, দুর্গাপুর: গরম পড়তে না পড়তেই লোড শেডিং - এর দাপট। মাঝে মাঝেই চলে যাচ্ছে বিদ্যুৎ। তবে কুছ পরোয়া নহি। গরমেও আর ঘামতে হবে না। মাথার ওপর বনবন করে ঘুরবে পাখা। একই সঙ্গে জ্বলবে আলো ও। অসম্ভব হলেও এটাই সত্যি। অভিনব এই পাখা নিয়ে এল 'টিফোজ'। এই সংস্থার বিএলডিসি পাখা লোডশেডিং হলেও বনবন করেই ঘুরবে। আবির্ভাবেই প্রবল সারা জাগিয়েছে 'টিফোজ'- এর বিএলডিসি পাখা।
কিন্তু এখানেই শেষ নয়, টিফোজ - এর এই পাখার ব্লেডে রয়েছে বিশ্ব বিখ্যাত মধুবনী প্রিন্ট! ভারতে এই প্রথম কোনও পাখার ব্লেডে এত সুন্দর আলপনা, কারুকাজ। যা দেখে মন - প্রাণ যাবে ভরে।
'টিফোজ' - এর এই বিএলডিসি পাখার অপর বৈশিষ্ট্য হল সারা মাস ঘুরলেও বিদ্যুৎ বিল হবে মাত্র ৫৯ টাকা। লো - ভোল্টেজেও ফুল স্পিডে ঘুরবে 'টিফোজ' এর এই বিএলডিসি ফ্যান। ঘুরবে সাধারণ ফ্যানের চেয়েও দ্রুত গতিতে (৪১০ আরপিএম)।
/anm-bengali/media/post_attachments/568ae283-c21.png)
রবিবার দুর্গাপুরের সিটি সেন্টারে দক্ষিণবঙ্গের গরম প্রবণ পাঁচ জেলা পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, বাঁকুড়া ও পুরুলিয়ার 'সুপার ডিস্ট্রিবিউটর' এর উদ্বোধন হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন এডিডিএ - এর চেয়ারম্যান কবি দত্ত। দুর্গাপুরের 'জয় ইলেকট্রিক অ্যান্ড ইলেক্ট্রনিক্স' ওই পাঁচ জেলার 'সুপার ডিস্ট্রিবিউটর'-এর দায়িত্ব নিয়েছে।