দেশে ঊর্ধ্বমুখী করোনা সংক্রমণ, বিশেষজ্ঞদের সঙ্গে আজই জরুরি বৈঠক কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর

author-image
Harmeet
New Update
দেশে ঊর্ধ্বমুখী করোনা সংক্রমণ, বিশেষজ্ঞদের সঙ্গে আজই জরুরি বৈঠক কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর

নিজস্ব সংবাদদাতাঃ  হু হু করে বাড়ছে করোনা সংক্রমণ। দেশে ঊর্ধ্বমুখী সংক্রমণ নিয়ে উদ্বিগ্ন চিকিৎসক মহল থেকে শুরু করে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার উচ্চ পর্যায়ের পর্যালোচনা বৈঠকে বসতে চলেছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য। সূত্র মারফত জানা গিয়েছে, এই বৈঠকে উপস্থিত থাকবেন বিশেষজ্ঞদের একটি দলও। দেশের ক্রমশ ঊর্ধ্বমুখী করোনা পরিস্থিতি নিয়েই এই বৈঠকের ডাক দেওয়া হয়েছে।

                                   ​

উল্লেখ্য, গত কয়েক সপ্তাহ ধরেই লাফিয়ে লাফিয়ে বাড়ছে দৈনিক করোনা সংক্রমণ। মাঝে মঙ্গলবার ১০ হাজারের একটু নীচে নেমেছিল পরিসংখ্যান। তবে ফের গ্রাফ উপর দিকে। এদিকে কেন্দ্রীয় স্বাস্থ্য় মন্ত্রক প্রকাশিত বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ১৩,৩১৩ জন। গতকালের থেকে ৮ শতাংশ বেড়েছে দৈনিক সংক্রমণ। গত চারমাসে এদিন সর্বোচ্চ হল করোনা সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৩৮ জনের।