সোনার দামে আগুন! ছুঁইছুঁই এক লক্ষ, মধ্যবিত্তের হাতের বাইরে হলুদ ধাতু

বিশেষজ্ঞদের মতে, বর্তমান পরিস্থিত বলছে খুব তাড়াতাড়ি এই মনস্তাত্ত্বিক সীমা পেরোতে চলেছেসোনার দর।

author-image
Jaita Chowdhury
New Update
gold

 নিজস্ব সংবদদাতা: ভারতীয় সংস্কৃতিতে সোনার গয়না শুধু শৌখিনতার প্রতীক নয়, বরং নিরাপদ বিনিয়োগেরও অন্যতম মাধ্যম। তবে বর্তমানে সোনার যা দাম, তাতে গয়নাবাজারে সাধারণ ক্রেতাদের পা ফেলা কার্যত অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। এক লাফে এমন জায়গায় গিয়ে ঠেকেছে এই হলুদ ধাতুর দাম, যেন হাতে ধরলেই পুড়ে যাওয়ার জোগাড়! সোমবার সকালে সপ্তাহের শুরুতেই নতুন রেকর্ড গড়ল সোনার বাজার। দেশীয় ও আন্তর্জাতিক বাজারের টানাপোড়েনে দাম বাড়তে বাড়তে রেকর্ড হাইতে পৌঁছেছে। এখন বিনিয়োগকারীদের একটাই প্রশ্ন— চলতি মাসেই কি সোনার দাম ছুঁবে এক লক্ষ টাকার গণ্ডি?

 

কিছু রিপোর্ট আবার জানাচ্ছে, বিশ্ববাজারের ওঠানামার প্রভাবে দাম কিছুটা কমার সম্ভাবনাও রয়েছে। অর্থাৎ, সোনার বাজারে এখন ধোঁয়াশা। ১ লাখে থামবে, না কি মাঝপথেই নামবে, এই প্রশ্নের উত্তর দেবে সময়ই। তবে ইতিমধ্যে এমসিএক্স-এ আগামী ৫ জুন ২০২৫ ডেলিভারির জন্য সোনার দাম রেকর্ড গড়ে দাঁড়িয়েছে প্রতি ১০ গ্রামে ৯৬,৭৪৭ টাকা! গতকাল এক লাফে প্রায় ১,৪০০ টাকা বেড়েছে এই মূল্য।

 

Gold

 

বিশ্ববাজারেও একই ছবি। প্রতি আউন্স সোনার দাম ১.৭ শতাংশ লাফিয়ে উঠে পৌঁছেছে ৩,৩৮৩.৮৭ ডলার। সেশনের শুরুতেই এই দর ছুঁয়েছে ৩,৩৮৪ ডলারের রেকর্ড উচ্চতা। শুধু সোনা নয়, রুপোর বাজারেও চলছে আগুন। এমসিএক্স-এ ৫ মে ডেলিভারির জন্য প্রতি ১০ গ্রামে রুপোর দাম বেড়ে দাঁড়িয়েছে ৯৫,৬৮৪ টাকা। আন্তর্জাতিক বাজারে স্পট সিলভারের দরও ০.৩ শতাংশ বাড়তি, প্রতি আউন্সে দাম পৌঁছেছে ৩২.৬৬ ডলারে।

 

পাশাপাশি প্ল্যাটিনামের দর ০.৩ শতাংশ বেড়ে পৌঁছেছে প্রতি আউন্সে ৯৬৯.৬৮ ডলারে। তবে প্যালাডিয়ামের বাজারে দেখা গেছে উল্টো ছবি। এর দর কমে এসে ঠেকেছে ৯৫৯.৪৩ ডলারে। বিশ্বব্যাপী অর্থনৈতিক অস্থিরতা আর মন্দার আশঙ্কা এই মূল্যবৃদ্ধির অন্যতম কারণ। সোনার এই রেকর্ড দর আপাতত মধ্যবিত্তের স্বপ্নের বাইরে, বিনিয়োগকারীদের সামনে নতুন দোলাচল তৈরি করে

ছে।