নিজস্ব সংবাদদাতা: আমেরিকা সফরের সময় ভারতের নির্বাচন কমিশন সম্পর্কে রাহুল গান্ধীর বক্তব্যের প্রসঙ্গে বিহারের উপ-মুখ্যমন্ত্রী বিজয় কুমার সিনহা করলেন কটাক্ষ। তিনি বলেছেন, "রাহুল গান্ধী বারবার দেশকে অপমান করেন, তিনি সংবিধানের বই হাতে ধরে নাটক করবেন, কিন্তু সাংবিধানিক প্রতিষ্ঠানকে প্রশ্নবিদ্ধ করে টুকরো টুকরো করে ফেলবেন। বিরোধী দলের এমন দ্বিমুখী নেতার জন্য লজ্জা। যারা তাদের দেশকে অপমান করেন, সাংবিধানিক প্রতিষ্ঠানকে প্রশ্নবিদ্ধ করেন, যারা সংবিধানে বিশ্বাস করেন না, তারা সেই পদের (লোকসভায় বিরোধী দলের নেতা) যোগ্য নন"।
/anm-bengali/media/media_files/QqMqjgOjZkeE0KXHONpe.jpg)