নিজস্ব সংবাদদাতা : ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, যুদ্ধ থামাতে হলে রাশিয়ার থেকেই সিজফায়ারের নির্দেশ আসতে হবে। তিনি বলেন, "যদি রাশিয়া নির্দেশ না দেয়, তাহলে যুদ্ধ থামবে না।"
/anm-bengali/media/media_files/2025/03/15/Vdo93IQrCnIxLFB8TTae.jpg)
ইস্টারের দিন কিছু এলাকায় শান্তি ছিল এবং কোনো আক্রমণ ছিল না। জেলেনস্কি বলেন, "এটা প্রমাণ করে, রাশিয়া চাইলে শান্তি রাখতে পারে।" ইউক্রেন আবারও বলেছে, তারা বেসামরিক স্থাপনায় হামলা করবে না। তবে রাশিয়া এ বিষয়ে কিছু বলেনি।
/anm-bengali/media/media_files/2025/03/03/1000165006-455922.jpg)
জেলেনস্কি আরও বলেন, "মিসাইল ও ড্রোন হামলা বন্ধ করলেই শান্তি আসবে।" তিনি আন্তর্জাতিক বৈঠকে যুদ্ধবিরতির কথা জানিয়েছেন, এবং বলেছেন, শান্তি শুরু হয় নীরবতা দিয়ে।