আদিত্যর সফল উৎক্ষেপণ ভারতের জন্য উজ্জ্বল মুহূর্ত!

চাঁদের পর সূর্যের অজানা দিক তুলে ধরাই এখন চ্যালেঞ্জ ইসরোর। ভারতের মুকুটে আরো একটা পালক জুড়তে চলেছে। সূর্যে পাড়ি দিয়েছে সৌরযান আদিত্য। ইসরোকে ধন্যবাদ জানিয়ে ট্যুইট কেন্দ্রীয় মন্ত্রীর।

author-image
Pallabi Sanyal
New Update
123

নিজস্ব সংবাদদাতা : আদিত্য এল ১ এর উৎক্ষেপণ সফল। এটি ভারতের জন্য এক উজ্জ্বল মুহূর্ত বলে মন্তব্য করলেন কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী ডঃ জিতেন্দ্র সিং। তিনি বলেন,বছরের পর বছর ধরে একসাথে ভারতীয় বিজ্ঞানীরা  পরিশ্রম করে চলেছেন।এখন এসেছে ইঙ্গিতের মুহূর্ত, জাতির কাছে অঙ্গীকার মুক্ত করার মুহূর্ত। আদিত্য এল ১ এর সফল উৎক্ষেপণও সমগ্র-বিজ্ঞান এবং সমগ্র-জাতির দৃষ্টিভঙ্গির একটি সাক্ষ্য। যা আমরা আমাদের কাজের সংস্কৃতিতে গ্রহণ করতে চেয়েছি।"

 

 

impact