ঐতিহাসিক অর্জন! ট্যুইট কেন্দ্রীয় মন্ত্রীর

চন্দ্রযানের চাঁদে পৌঁছনোর পর আরো এক সাফল্যের পথে ভারত। সূর্যের দেশে পাড়ি দিল আদিত্য এল ১। ট্যুইট করে মিশনের সঙ্গে জড়িত বিজ্ঞানীদের ধন্যবাদ জানালেন নীতিন গড়করি।

author-image
Pallabi Sanyal
New Update
111

ফাইল ছবি


নিজস্ব সংবাদদাতা : ইসরোর সৌরযানের উৎক্ষেপনের পরই ট্য়ুইট কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করির। ট্যুইট বার্তায় তিনি লেখেন, ''বৈজ্ঞানিক জ্ঞান অর্জনে এক ঐতিহাসিক অর্জন। ইসরো সূর্য অধ্যয়নের জন্য তার প্রথম মহাকাশ মিশন বিজয়ীভাবে চালু করেছে।এই অসাধারণ প্রয়াসটি আমাদের নিকটতম নক্ষত্রের রহস্য উন্মোচন করার প্রতিশ্রুতি দেয়, এর রহস্যের উপর আলোকপাত করে এবং মহাকাশের আবহাওয়া সম্পর্কে আমাদের বোধগম্যতা বাড়ায়।'' আদিত্য এল ১ মিশনের সঙ্গে যুক্ত সকল বিজ্ঞানীকে ধন্যবাদ জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী। তিনি জানান,''আপনাদের নিষ্ঠা এবং দক্ষতা আমাদের সকলকে অনুপ্রাণিত করে চলেছে।''