নিজস্ব সংবাদদাতাঃ সকল অপেক্ষার অবসান ঘটিয়ে আজ সূর্যের উদ্দেশ্যে পাড়ি দিল আদিত্য এল ১। PSLV C57 রকেটে চেপে উদ্দেশ্যে রওনা দিল আদিত্য। এদিকে ইসরোর এই মিশন নিয়ে বিরাট মন্তব্য করলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। আজ শনিবার এক টুইট বার্তায় প্রধানমন্ত্রী লেখেন, ‘চন্দ্রযান-৩-এর সাফল্যের পর ভারত তার মহাকাশ যাত্রা অব্যাহত রেখেছে। আমাদের বিজ্ঞানী ও ইঞ্জিনিয়ারদের অভিনন্দন। ইসরো (ISRO) ভারতের প্রথম সৌর মিশন, আদিত্য -এল 1 এর সফল উৎক্ষেপণ করেছে, এর জন্য অনেক শুভেচ্ছা। সমগ্র মানবজাতির কল্যাণে মহাবিশ্ব সম্পর্কে আরও ভাল বোঝার জন্য আমাদের নিরলস বৈজ্ঞানিক প্রচেষ্টা অব্যাহত থাকবে।‘