আদিত্যর সফল উৎক্ষেপণ! মুখ্যমন্ত্রীর ট্যুইটে সূর্য মন্ত্র

সূর্যের দেশে পাড়ি দিয়েছে সৌরযান আদিত্য এল ১। সফল উৎক্ষেপণ। নতুন দিগন্ত খুলে যাওয়ার অপেক্ষায় বিজ্ঞানীরা। একের পর এক শুভেচ্ছা বার্তা ট্যুইটারে। সাফল্য পাওয়া শুধু সময়ের অপেক্ষা।

author-image
Pallabi Sanyal
New Update
123

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা  : আদিত্য এল ১ - এর উৎক্ষেপণ সফল হয়েছে। ইসরো চিফ এস সোমনাথ নিশ্চিত করেছেন। সূর্যের কক্ষপথে পৌঁছে বিভিন্ন দিক উদঘাটন করাটাই এখন মূল চ্যালেঞ্জ। এবার ইসরোর সাফল্যে ট্যুইট করলেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। ট্যুইট বার্তায় সূর্য মন্ত্র লিখেছেন তিনি। ধন্যবাদ জানিয়েছেন ইসরোকে। তিনি লেখেন, ''ভারতের জন্য একটি গুরুত্বপূর্ণ উপলক্ষ, যেখানে হাজার হাজার বছর ধরে আমরা সূর্যদেবকে শ্রদ্ধা করে এসেছি। এই মিশনের তথ্যগুলি চলমান প্রচেষ্টার বিস্তৃত পরিসরে একটি বিশাল উৎসাহ দেবে কৃষি থেকে বৈজ্ঞানিক গবেষণায়।''